তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে। স্বায়ত্তশায়িত এ অঞ্চলে ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হতে চলেছে। ফলে তাইওয়ান কার্যত শাটডাউনের কবলে পড়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে গেছে, বৃহস্পতিবার সুপার টাইফুনটি আছড়ে পড়তে পারে তাইওয়ানে। এতে এ অঞ্চলের সব শহর ও কাউন্টি একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্থিক বাজার ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে পাহাড়ি ও কম জনবহুল এলাকায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে দ্বীপজুড়ে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও টাইফুন কং-রের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক বাতাসসহ পূর্ব তাইওয়ানে এক দশমিক দুই মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাইওয়ান সরকার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে এবং চার হাজার ৫০০ জনকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রায় ৩০০ কিলোমিটার বেগে এটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং তাইতুং কাউন্টিতে আঘাত করার আগে এটি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, টাইফুল বলা হয় মূলত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে। এর প্রভাবে প্রতিবছর চীন, তাইওয়ান ফিলিপাইন ও জাপানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।