বাংলাদেশে চলতি বছরে সনাতন ধর্মাবলম্বী উপর ২,২০০টি হিংসাত্মকমূলক ঘটনা হয়েছে। বেশির ভাগই ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পরে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের রাজ্যসভায় এমনটাই দাবি করেছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সংসদে আরও দাবি করেন, চলতি বছরে পাকিস্তানে সানাতন ধর্মাবলম্বীদের উপর হিংসার ঘটনা হয়েছে ১১২টি। রাজ্যসভায় এ সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে বিদেশ প্রতিমন্ত্রী জানান, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দুই দেশের সরকারকেই লিখেছে নয়াদিল্লি।
শুক্রবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এমন তথ্য দেন বিদেশ প্রতিমন্ত্রী। দাবির স্বপক্ষে তিনি সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের থেকে পাওয়া পরিসংখ্যানের কথা উল্লেখ করেন।
ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশ সরকারের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। ভারতের আশা, বাংলাদেশ সরকার সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ করবে।’
একই ভাবে পাকিস্তানের সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রক আলোচনা করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।