গণঅভ্যুত্থানের মুখে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া চিঠির প্রাপ্তিস্বীকার করল দিল্লি। তারা জানিয়েছে, প্রতিবেশী দেশের সেই কূটনৈতিক বার্তা ভারত পেয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
খবরে প্রকাশ, হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে বাংলাদেশের হাই কমিশনের থেকে চিঠি (নোট ভার্বাল) যথা সময়ে পেয়েছে ভারত সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) এ নিশ্চিত করল ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর সাংবাদিকদের বলেন, ‘প্রত্যার্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশনের থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই।’
সোমবারই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে।’
এ বার ওই ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তা পাওয়ার কথা স্বীকার করল ভারতে বিদেশ মন্ত্রক।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ। গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।