ভারতের দিল্লির বিধানসভার নির্বাচনে ভরাডুবি হওয়ায় আম আদমি পার্টি (আপ) ক্ষমতাচ্যুত তো হলই, জিততে পারলেন না অরবিন্দ কেজরীওয়াল এবং মণীশ সিসৌদিয়াও। নির্বাচনের ফলাফলে পরিষ্কার, কংগ্রেসের সঙ্গে ভোট কাটাকাটিতেই হারতে হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশকে। কোনওক্রমে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
পত্রিকারটির প্রতিবেদনে জানানো হয়, দিল্লির ভোটে বিজেপির প্রবেশ সাহিব সিংহের কাছে কেজরী হেরেছেন ৪,০৮৯ ভোটে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। তিনি পেয়েছেন ৪,২৫৪ ভোট। জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে বিজেপির তরবিন্দর সিংহের কাছে হেরেছেন মণীশ। ওই আসনে কংগ্রেস প্রার্থী ফরহাদ সুরি পেয়েছেন ৭,৩৫০ ভোট। কেজরী, মণীশ হারলেও ‘মুখরক্ষা’ করেছেন আতিশী। কালকাজি আসনে বিজেপির রমেশ বিদুরিকে ৩,৫২১ ভোটে হারিয়েছেন তিনি। ওই আসনে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা পেয়েছেন ৪,৩৯২ ভোট।
এদিকে সমাজমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় কেজরীওয়াল বলেছেন, ‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’
২০১৩ সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল কেজরীর দল—আম আদমি পার্টি। পর পর তিন বার রাজধানীর মুখ্যমন্ত্রী হন কেজরী। আবগারী দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেপ্তার হয়ে দীর্ঘ দিন জেলেও ছিলেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কেজরী মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন। দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী মার্লেনা। ২০২৫ সালে ক্ষমতায় ফিরলে কেজরীই আবার মুখ্যমন্ত্রী হতে পারতেন।