ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নারকীয় এই তাণ্ডবকে 'ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড' আখ্যা দিয়েছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।
বুধবার (১৯ মার্চ) কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েলি সরকারের চার শতাধিক বেসামরিক নাগরিকের ‘ঠান্ডা মাথায়’ হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে।
অন্যদিকে, ফিলিস্তিনি জনগণের সাহসিকতা প্রবল বলেও উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া