বিমসটেক: ব্যাংকক যাচ্ছেন নরেন্দ্র মোদি

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি জানায়, নরেন্দ্র মোদি  থাই প্রধানমন্ত্রী পাইতোং তার্ন সিনাওয়াত্রার সাথে দেখা করবেন এবং বঙ্গোপসাগরের তীরবর্তী সাতটি দেশের বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

বিমসটেক সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের প্রতিনিধিরা ব্যাংকক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর তিনি শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সাথে আলোচনার জন্য শ্রীলঙ্কায় যাবেন।