পাকিস্তানজুড়ে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে, আহত হয়েছেন আরও ৪৩ জন। এছাড়া দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে তীব্র বাতাস এবং বজ্রপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে বুধবার (২৮ মে) জানিয়েছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা।
সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর এক প্রতিবেদনে জানা যায়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এত তীব্র ঝড় পাকিস্তানের অনেক জায়গায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে ফসল, সম্পত্তি এবং অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে জানা যায়, এই দুর্যোগে কাশ্মীরে চার নারী ও একজন পুরুষ এবং খাইবার পাখতুনখোয়ায় তিনজন মারা গেছেন। এছাড়া পাঞ্জাবে দুজনের মৃত্যুর খবর জানিয়েছেন অন্য কর্মকর্তারা।
কাশ্মীরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হারুন রশিদ বলেন, একজন এখনো নিখোঁজ রয়েছেন। একটি গ্রামে ১২টি বাড়ি এবং একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।
এনডিএমএ’র তথ্য বলছে, শনিবার (৩১ মে) পর্যন্ত পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গেল শনিবার ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় শক্তিশালী ঝড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি এবং ৯০ জনেরও বেশি আহত হন।