ভারতের রাজধানী দিল্লিতে ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। হুমকি পাওয়ার পর পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে।
শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠানে ওই হুমকি দেওয়া হয়েছে।
পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এনডিটিভি বলছে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত তিন দিনের মধ্যে দিল্লির প্রায় ১০টি স্কুল ও একটি কলেজ একই ধরনের হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে- সেন্ট থমাস স্কুল (দ্বারকা), ভাসন্ত ভ্যালি স্কুল (ভাসন্ত কুঞ্জ), দ্য মাদারস ইন্টারন্যাশনাল স্কুল (হাউজ খাস), রিচমন্ড গ্লোবাল স্কুল (পশ্চিম বিহার), সরদার প্যাটেল বিদ্যালয় (লোধি এস্টেট)।
বৃহস্পতিবার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলে বলা হয়: “আমি জানাতে চাই, আমি স্কুল ক্লাসরুমে কয়েকটি বিস্ফোরক (ট্রাই নাইট্রো টলুইন) স্থাপন করেছি। সেগুলো খুব কৌশলে কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। আমি পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলব। কেউ বাঁচবে না।”