পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) কারাবন্দি ইমরানসহ দলটির অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে। ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পিটিআই।
২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে নতুন আন্দোলনের ডাক দিয়েছে দলটি।
দলের শীর্ষ নেতা আসাদ কায়সার জানিয়েছেন, এই আন্দোলন কোনো একদিনের কর্মসূচি নয় বরং দীর্ঘমেয়াদি হবে এবং সরকারের পতন না ঘটানো পর্যন্ত তা অব্যাহত থাকবে। তার ভাষায়, 'এই আন্দোলন হচ্ছে একটি শুরু, চূড়ান্ত পর্ব নয়। আমরা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ফেরানোর লড়াই করছি।'
পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এবং সিনেটর আলী জাফর এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান চালিয়ে বহু কর্মীকে তুলে নিয়ে গেছে। যাদের পরে হলফনামা জমা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি প্রান্তে সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, যাতে সর্বস্তরের মানুষ এতে সম্পৃক্ত হয় এবং ‘ভুয়া সরকার’কে হটিয়ে ‘প্রকৃত গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা যায়।