পাকিস্তানকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি ভারতের

ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক হুমকি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির কিছু মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ইসলামাবাদ যদি নয়াদিল্লির বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ’ বক্তব্য চালিয়ে যায় তবে যে কোনো ‘দুঃসাহসী পদক্ষেপের’ ‘বেদনাদায়ক পরিণতি’ হবে বলে পাকিস্তানকে সতর্ক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের উচিত এ ধরনের আচরণে সংযত হওয়া।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধোন্মাদ, বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি। পাকিস্তানের নেতাদের এই পুরোনো কৌশল সুপরিচিত। তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বারবার ভারতবিরোধী বক্তব্য উসকে দেয়। পাকিস্তানের উচিত হবে তার বক্তব্যে সংযত হওয়া। কারণ কোনো দুঃসাহসী পদক্ষেপের বেদনাদায়ক পরিণতি হবে- যেমনটি সম্প্রতি প্রমাণিত হয়েছে।

সিন্ধু নদ জল চুক্তির অধীনে সালিশি আদালতের রায় সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত কখনো তথাকথিত সালিশি আদালতের আইনগত বৈধতা, কর্তৃত্ব বা দক্ষতা মেনে নেয়নি। এর রায় তাই এখতিয়ারবিহীন, আইনি ভিত্তিহীন এবং ভারতের পানি ব্যবহারের অধিকারকে কোনো ভাবেই প্রভাবিত করে না।

তিনি বলেন, পাকিস্তানের বেছে নেওয়া এবং বিভ্রান্তিকর তথাকথিত ‘রায়’ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। ২৭ জুন প্রকাশিত আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। পাকিস্তানের লাগাতার সন্ত্রাসবাদ, যার মধ্যে বর্বর পাহালগাম হামলাও রয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতের সার্বভৌম সিদ্ধান্ত অনুযায়ী সিন্ধু নদ জল চুক্তি স্থগিত রয়েছে। সূত্র: এনডিটিভি