আলাস্কার এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে সামরিক মহড়ার মধ্য দিয়ে পুতিনকে স্বাগত জানান ট্রাম্প। এ সময় একটি বি-২ বোমারু বিমান পুতিনের মাথার ওপর দিয়ে উড়ে যায়। এর দুই পাশে ছিল চারটি এফ-৩৫ যুদ্ধবিমান। লাল গালিচার পাশে রাখা ছিল দুটি এফ-২২ ফাইটার জেট।
স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) এ বৈঠক শুরু হয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের আগে দুটি বি-২ বোমারু বিমান ঘাঁটিতে উড়িয়ে আনা হয়। এফ-৩৫ যুদ্ধবিমানগুলো আসে আইলসন বিমানঘাঁটি থেকে, আর এফ-২২ ছিল এলমেনডর্ফ ঘাঁটির নিজস্ব।
বি-২ বোমারুকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল সামরিক বিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রতিটি বিমানের দাম প্রায় ২ বিলিয়ন ডলার। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এই বিমান দীর্ঘ সময় টানা উড়ে শত্রুর গভীর প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারে।
এর আগে গত জুনে ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ সাতটি বি-২ বিমান টানা ৩৬ ঘণ্টা উড়ে একাধিক ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালায়।
বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে কোনো সমঝোতার ঘোষণা না আসলেও ট্রাম্প বলেন, এটি গুরুত্বপূর্ণ এক আলোচনার সূচনা।