বিদেশি পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান মোদির

দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক আকস্মিক ভাষণে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আত্মনির্ভর ভারত গঠনে জনগণের সহযোগিতা কামনা করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে মোদি বলেন, ‘আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক পণ্য বিদেশি, যা আমরা জানি না। আমাদের এগুলো থেকে মুক্ত হতে হবে। আমাদের এমন পণ্য কিনতে হবে, যা ভারতে তৈরি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে মোদি দেশবাসীর কাছে ‘স্বদেশি’ পণ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে আসছেন। মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরাও ইতোমধ্যে মার্কিন ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপল বর্জনের ডাক দিয়েছে।

মোদি দোকান মালিকদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দিতে বলেছেন, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। তার ভাষণে সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও বাণিজ্যিক উত্তেজনার পটভূমি স্পষ্ট।

ভারত মার্কিন পণ্যের বিশাল বাজার হলেও, সাম্প্রতিক বছরগুলোয় ছোট ছোট শহরগুলোতেও মার্কিন ব্র্যান্ডের ব্যাপক প্রসার দেখা গেছে। মোদির আহ্বান দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এসেছে।

একদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন, যেখানে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা কমিয়ে সম্পর্ক উন্নয়নের আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র: এএফপি।