ভারতের সরকারি দপ্তরসহ হাজার ওয়েবসাইট হ্যাকড

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ হাজারো ওয়েবসাইট হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকাররা দাবি করেছে, এটি বাংলাদেশের ওয়েবসাইট হ্যাকের প্রতিক্রিয়ায় এমন কাণ্ড ঘটানো হয়েছে।

হ্যাকড ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এসব সাইটে হ্যাকাররা ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার প্রদর্শন করেছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হচ্ছে। সেইসঙ্গে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার দেওয়া শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্নক স্লোগানও জুড়ে দিয়েছে হ্যাকাররা।

হ্যাকড সাইটগুলিতে ভারতীয় হ্যাকারদের অবজ্ঞাসূচক মন্তব্যও রাখা হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, আর যদি কোনো বাংলাদেশি আইটি অবকাঠামো তাদের দ্বারা আক্রান্ত হয়, তবে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। হ্যাকাররা ভারতকে হুমকি দিয়ে বলেছে, ‘কোন দেশের ওয়েবসাইট সব চাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে।’

India hacked2

গত কয়েক দিন ধরে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের ওয়েবসাইটগুলোকে নিয়মিত আক্রমণ করছিল। ধারণা করা হচ্ছে, এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো জবাব দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা।

প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেল ‘https://t.me/OpChaWala’-এ হ্যাকিংয়ের লিংকসহ পোস্ট দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকের নোটিশ দেখা যাচ্ছে।