রাজধানীর নিউমার্কেট এলাকার ‘কর্মজীবী নারী হোস্টেল’ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়া বরিশাল সদরের পলাশপুর এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তার স্বামীর নাম সাব্বির হোসেন।
বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনি মোবারক গণমাধ্যমকে বলেন, নিউমার্কেট এলাকায় সরকারি কর্মজীবী নারী হোস্টেলে থাকতেন রিয়া আক্তার। দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ওই নারী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, রিয়া আক্তার অগ্রণী ব্যাংকের দোহার শাখায় চাকরি করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।
হোসনি মোবারক বলেন, আমরা তার পরিবারের লোকদের খবর দিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, দুপুরের দিকে নীলক্ষেত নারী কর্মজীবী হোস্টেলের পুরাতন বিল্ডিং ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন।