ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গুলি করে পালানোর সময় যুবক আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডলকে গুলি করে পালানোর সময় কোয়েল হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটক কোয়েল হোসেন (৩০) সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান, রাতে ছাত্রদল নেতা শামিম সুপার মার্কেটের সামনে বসে আড্ডা দিচ্ছেলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চারজন শামিমকে লক্ষ‍্য করে গুলি ছুড়লে তা লক্ষ‍্যভ্রষ্ট হয়। এ সময় শামিম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে ধরে ফেলেন। অপর তিনজন পালিয়ে যায়। আটক কোয়েলকে মারধর করে পুলিশে দেন স্থানীয়রা।

ওসি জানান, আটক যুবকের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RA
আরও পড়ুন