ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পেকুয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০১:০৯ এএম

কক্সবাজারের পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথদল। 

গ্রেপ্তারকৃত আজিজ উদ্দিন পেকুয়া সদর ইউপির বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আরও একজন কৌশলে পালিয়ে গেলেও আটক ব্যক্তির কাছে অস্ত্রটি পাওয়া যায়।

KHK