ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নাজিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:২০ পিএম

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়া ও সরকারি খাস জমি ডিসিয়ার নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছেন।

গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে।

ওই বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ফিল্ম স্টাইলে দেশীয় অস্ত্র মহড়া দিতে থাকেন একটি গ্রুপ। অস্ত্রের ওই মহড়ার নেতৃত্বদেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের ছোট ভাই ছাত্রদল নেতা সোহেল শেখ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন- যুবদল নেতা মো.বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০),  ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম(২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি। 

এঘটনায় দুই গ্রুপের অভিযোগ আওয়ামী লীগের লোকজন নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের উপরে হামলা চালায়।

জানা যায়, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের বড় ভাই বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ শেখ শেখমাঠিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আতিয়ার রহমান (চৌধুরী) নান্নুর ঘনিষ্ঠজন ও তার ছোট ভাই রুবেল শেখ ছাত্রলীগ নেতা তারা দুইজনে সংর্ঘষে জড়ায়।

তবে এসব তথ্য অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বলেন, যুবদল নেতা মো. বদিউজ্জামান ৫ই আগষ্টের পরে আওয়ামী লীগ পোষার দ্বায়িত্ব নিয়েছেন। বদিউজ্জামান ইউনিয়ন যুবলীগের নেতা মাহফুজ ভূইয়া, উপজেলা কৃষকলীগ সদস্য মাহাবুব ভূইয়া, ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল ব্যাপারী, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি এশাদুল ব্যাপারি, ওয়ার্ড যুবলীগের সদস্য ইমাম ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোশাররফ ভূইয়াকে নিয়ে  আমাদের উপরে হামলা চালায়।

সংর্ঘষে আহত উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদ সহ ৪-৫ জনে চাঁদার দাবিতে বাজারের একটি দোকানের সামনে আটক করে।

এর আগে গত প্রায় দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা দাবি করে আসছেন। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলাসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে এ খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা করে।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া তাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা তিনি জানেন না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম সফিক বলেন, আমি ঘটনাটি রাতে শুনেছি এবং এ ও শুনেছি ঘটনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে উচ্চ পর্যায়ের নেতাদের অবহিত করবো। আমি আশা করি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক, নিন্দনীয়। আমার জানা মতে পারিবারিক সমস্যা নিয়ে ঘটনাটি ঘটেছে। আমার দল দুর্নীতি, চাঁদাবাজি, অশান্তি সৃষ্টিকারী, মাদক ও দখলদারের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার দলীয় কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকলে তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। চার জন হাসপাতালে ভর্তি আছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। 

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছিলো। স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

MMS
আরও পড়ুন