সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে অভিযান পরিচালনা করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৯০ হাজার টাকা।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকার পাচার হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমানা পিলার ২/৬-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ৯০টি হীরার নাকফুল উদ্ধার করেন, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত অলংকার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।