ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শাহরুখ-সালমান কি নিয়মিত নামাজ পড়েন?

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম

তারকা শিল্পীদের নিয়ে বরাবরই কৌতুহল থাকে ভক্তদের। সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান। সেখানে এক ভক্ত জানতে চান, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি নিয়মিত নামাজ পড়েন কিনা।

শাবানা নামের ওই ভক্ত প্রশ্ন করেন, ‘আসলে জানতে চাই, আমাদের মুসলিম তারকারা যেমন শাহরুখ, আমির, সালমান আর তাবু- তারা কতটা ধর্মপ্রাণ? আপনি কি বলতে পারেন? কারণ আমেরিকার বন্ধুরা ভাবে তারা নাকি ধার্মিক না। এটা কি সত্যি?’

উত্তরে ফারাহ খান বলেন, ‘প্রিয় শাবানা, আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ। সে অনেক দান করে, ইন্ডাস্ট্রির ভেতরেও সাহায্য করে, বাইরেও করে।’

ফারাহ খান আরও জানান, জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি, যিনি তাবু নামে বেশি পরিচিত, তিনি নিয়মিত নামাজ পড়েন। ফারাহ বলেন, ‘তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে। তবে সে যদি না-ও পড়তো, তবুও সে ভালো মানুষ। 

আর সালমান সম্পর্কে আমি জানি না, কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য। আমার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা, ধর্ম নয়।’

এরপর ভক্ত জানতে চান, ফারাহ নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না।

প্রশ্ন ছিল, ‘আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি নামাজ পড়েন বা রমজানে রোজা রাখেন? আমার মনে হয় আপনি এই সব করেন না, যেমন লাকি আলি করেন। উনি খুব ধার্মিক, আমাদের চ্যাটরুমে বলেছিলেন উনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাই না বন্ধুরা?’

জবাবে ফারাহ বলেন, ‘শাবানা, আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি। আর আমি আমার আয়ের একটা অংশ দান করি, যেটা ‘যাকাত’। আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে, সৎ থাকতে, পরিশ্রমী হতে – আমার মতে এগুলোই আসল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে, তাহলে সেটা কোনো লাভের না!’

SN
আরও পড়ুন