ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সুগন্ধি ব্যবহারের নিয়ম 

স্বামী বা স্ত্রীর সঙ্গে রোমান্টিক ডেট নাইটে যাবেন? বেছে নিন মিষ্টি গন্ধওয়ালা সুগন্ধি। তাজা সাইট্রিক ফলের গন্ধওয়ালা সুগন্ধি ব্যবহার করতে পারেন। এছাড়া গোলাপ, ভ্যানিলা অথবা দারুচিনির সুগন্ধি হতে পারে আপনার সঙ্গী।

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম

গরম শুরু হয়েছে বেশ কয়দিন হলো। এ সময়টা শরীরে প্রচুর ঘাম হয়। এজন্য অনেকে সুগন্ধি ব্যবহার করে থাকেন। তবে এর ব্যবহারের নিয়ম জানা না থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায় সুগন্ধির সৌরভ। আবার পোশাকও নষ্ট হয়ে যায় ভুলভাবে ব্যবহারের কারণে। এজন্য কিছু টিপস জেনে নিতে পারেন।   

১. দেহের যে যে অংশে সুগন্ধি ব্যবহার করবেন, আগে সেখানে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সহজে সুগন্ধির ঘ্রাণ ফিকে হবে না।
২. পোশাকের ওপর ডিওডোরেন্ট লাগাবেন না। এতে পোশাক নষ্ট হবে। ডিওডোরেন্ট শরীরে স্প্রে করুন। গন্ধ থাকবে অনেকক্ষণ। পারফিউম পোশাকে দিতে পারেন। তবে গলায়, হাতের কনুইয়ের নিচে এবং বাহুমূলে দিতে ভুলবেন না।
৩. যে ধরনের সুগন্ধি ব্যবহার করছেন, ওই একই রকম গন্ধযুক্ত সাবান, বডি লোশন, মিস্ট ব্যবহার করতে পারেন। গোসলের পরেও অনেকক্ষণ পর্যন্ত সৌরভ থাকবে। 
৪. স্বামী বা স্ত্রীর সঙ্গে রোমান্টিক ডেট নাইটে যাবেন? বেছে নিন মিষ্টি গন্ধওয়ালা সুগন্ধি। তাজা সাইট্রিক ফলের গন্ধওয়ালা সুগন্ধি ব্যবহার করতে পারেন। এছাড়া গোলাপ, ভ্যানিলা অথবা দারুচিনির সুগন্ধি হতে পারে আপনার সঙ্গী।
৫. গোসলের পর পরই ব্যবহার করুন সুগন্ধি। গোসলের পর ত্বক পরিষ্কার ও ভেজা থাকে। লোমকূপগুলোও থাকে ময়লামুক্ত। ফলে এসময় ব্যবহার করলে ত্বক ভালোভাবে সুগন্ধি শোষণ করে নিতে পারে।  
৬. কানের দু’পাশে, দুই হাতের কব্জিতে, হাঁটুর পেছন দিকে সুগন্ধি মাখলে অনেকক্ষণ থাকবে। 
৭. বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন স্মোকি অথবা চন্দনের গন্ধ। ফুলেল সুগন্ধিও হতে পারে চমৎকার বিকল্প। এই ধরনের উপলক্ষে একটু কড়া গোছের সুগন্ধি আপনার উপস্থিতিতে তুলে ধরবে বিশেষভাবে।
৮.সুগন্ধি স্প্রে করার পর মিশিয়ে নেওয়ার জন্য ঘষবেন না। প্রাকৃতিকভাবে শুকিয়ে যেতে দিন। সুরভিত থাকতে পারবেন দিনভর।
৯. বেশিক্ষণ সৌরভ ধরে রাখার জন্য অতিরিক্ত সুগন্ধি ব্যবহারের প্রয়োজন নেই। এক অথবা দুইবার স্প্রে করুন। এর বেশি ব্যবহার করলে স্বাভাবিক সৌরভ হারিয়ে যেতে পারে সুগন্ধির।
১০. গরমে তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। এটি অস্বস্তি বাড়াবে।
১১. অফিসের পার্টিতে কিছুটা ফর্মালভাবে নিজেকে উপস্থিত করতে হয়। এমন উপলক্ষে বেছে নিন নরম ধরনের সুগন্ধি। গোলাপ বা আম্বার সুগন্ধি ব্যবহার করতে পারেন এ ধরনের উপলক্ষে।

RA/AHA
আরও পড়ুন