ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেমন কাটবে দিনটি, জানুন রাশিফলে

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। শুক্রবার (১০ অক্টোবর) দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ/এরিস (মার্চ ২১–এপ্রিল ২০)

দিনটাতে স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। অনুদান পেতে পারেন। আপনার রসবোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। প্রেমের ভাল সুযোগ আসবে। কর্মক্ষেত্রে মতভেদ থাকবে তবে সমস্যা নেই।

বৃষ/টরাস (এপ্রিল ২১–মে ২১)

দিনটাতে স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে। নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত হতে পারেন। কোনো সহকর্মীর সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। কর্মস্থলে কিছু ঝামেলা থাকবে।

মিথুন/জেমিনি (মে ২২–জুন ২১)

আজ কিছুটা ব্যস্ত সময় থাকবে। বাড়তি কাজের চাপ থাকবে। তবে পরিবারের মানসিক চাপ থেকে সুবিধা পাবেন। সহকর্মীরা আপনার মতামতকে সমর্থন করবে। প্রেম সম্পর্ক আরও শক্ত হবে।

কর্কট/ক্যান্সার (জুন ২২–জুলাই ২৩)

সম্পত্তি কেনাবেচা বা গৃহ সংস্কারের কাজ করতে পারেন। দিনটি মোটের উপর শুভ। প্রেম সাক্ষাতে অনেক কিছু জানতে পারবেন। শরীরচর্চায় পরিকল্পনা করতে পারেন। কর্মভাব মোটের উপর শুভ।

সিংহ/ লিও (জুলাই ২৪–আগস্ট ২৩)

আজ অনেক বিষয় আপনাকে আকর্ষণ করবে। ব্যবসায়ে অর্থ বিনিয়োগে সমস্যায় সম্মুখীন হতে পারেন। প্রেমযোগে সুযোগ আসবে। তবে কর্মক্ষেত্রে কোনো সুযোগ হারিয়ে ফেলতে পারেন। কোনও বিষয়ে সময় নষ্ট করতে পারে।

কন্যা/ভার্গ (আগস্ট ২৪–সেপ্টেম্বর ২৩)

আজ অজানা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অর্থ ব্যয় হতে পারে। শত্রু মনভাবাপন্ন সহকর্মীর থেকে আজকে একটু সাবধান থাকুন। ব্যবসায়িক ক্ষেত্র আজ অপানাকে বিচলিত করবে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে দুরত্ব তৈরি হতে পারে।

তুলা/লিব্রা (সেপ্টেম্বর ২৪–অক্টোবর ২৩)

দিনটিতে প্রাণোচ্ছল সময় নাও কাটতে পারেন। সবকিছুই আপনার ইচ্ছে অনুসারে নাও চলতে পারে। তবে ব্যবসায়ে বাড়তি উপার্জনের সুযোগ আসবে। কিছু ঘটনা আপনাকে মানসিক উচ্ছ্বাস দেবে।

বৃশ্চিক/স্করপিও (অক্টোবর ২৪–নভেম্বর ২২)

দিনটিতে কর্মস্থলে নেতিবাচক প্রভাবে পড়তে পারে। কোনো আকর্ষণে পড়তে পারেন। আর্থিক যোগ শুভ থাকবে। জমিজমার বিনিয়োগে লাভ হবে। ব্যবসায়ে ফেলে রাখা কাজে সমস্যা বাড়বে। প্রেম প্রভাব বিস্তার করবে।

ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩–ডিসেম্বর ২১)

আজ সময় থাকতে হাতের কাজগুলো সেরে ফেলুন। কর্মস্থলে সহকর্মীদের সাথে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীর সাথে দুর্ব্যবহার করতে পারেন। আজ আর্থিক দিকে কিছুটা সমস্যা থাকবে। নিজস্ব ব্যয়ের বাজেট ছাড়িয়ে যেতে পারে, সেদিকে নজর রাখুন।

মকর/ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২–জানুয়ারি ২০)

দিনটাতে ব্যক্তিত্ব উন্নত হবে। তবে কর্মক্ষেত্রে কোনো কারণে সমস্যায় পড়তে পারেন। কোনো সহকর্মী আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। প্রেমে নতুন আশা জাগতে পারে।

কুম্ভ/অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১–ফেব্রুয়ারি ১৯)

আজ নিজেকে সাজিয়ে তুলতে পারেন। অন্যভাবে নিজেকে মেলে ধরতে পারেন। ব্যক্তিত্ব উন্নত হবে। বাড়তি উপার্জনের সুযোগ আসবে। গার্হস্থ্য জীবনে উত্তেজনা থাকবে।

মীন/পিসেস (ফেব্রুয়ারি ২০–মার্চ ২০)

আজ শরীরের প্রতি যত্ন নিন। চিকিৎসায় অর্থ ব্যয় হবে। আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন। দাম্পত্যে শুভ যোগ রয়েছে। পরিবারে কোনও খুশির খবর পেতে পারেন। অর্থ যোগ মোটের উপর শুভ।

NB/AHA