ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

বুধবার নির্বাচনের সুুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাইবে বিএনপি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি, তা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আগামীকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আছে। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা ১২টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এই বৈঠকের জন্য সিঙ্গাপুরের চিকিৎসা সফর কিছুটা সংক্ষিপ্ত করে পূর্ব নির্ধারিত তারিখের দুই দিন আগে, অর্থাৎ ১৪ এপ্রিল দেশে ফিরেছেন মির্জা ফখরুল।

বিএনপি নেতারা বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কিছু-কিছু উপদেষ্টা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ বলছেন- দেশের মানুষ বর্তমান সরকারকে ৫ বছর ক্ষমতায় থাকতে বলছেন। আবার কেউ বলছেন- জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এই সরকারকে নির্বাচিত করেছে। তারা অনির্বাচিত নয়। অন্যদিকে প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন। সবকিছু মিলিয়ে আগামী সংসদ নির্বাচন নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা কালকের বৈঠকে সেই ধোঁয়াশা দূর করার জন্য সরকারের কাছে আগামী নির্বাচনের দিনক্ষণের বিষয়ে জানতে চাইব। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তাবনা তুলে ধরা হতে পারে। তবে, সেটা রাতে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম, তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন করার জন্য তার সরকার সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেটা আমরা মেনেও নিয়েছিলাম।

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৮ মাস সময় যথেষ্ট বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ওই বৈঠকের পর আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা নির্দেশনা দেবেন। কিন্তু আমরা এর কোনও লক্ষণ দেখিনি। বরং আমরা দেখেছি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

আগামী বৈঠকে বিএনপি মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতে যাচ্ছে উল্লেখ করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ ঘোষণা করার প্রস্তাব থাকবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে। অর্থাৎ কীভাবে, কোন মাসে আগামী নির্বাচন হবে সেটা ঘোষণা করবে।

নির্বাচন পূর্ব রাজনৈতিক দলগুলোর কিছু কার্যক্রম থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন হবে। এতে হবে বলা যায়, কিন্তু কবে হবে সেটা বলা যায় না। তাই নির্বাচনের দিনক্ষণ, মাস ঠিক না হওয়া পর্যন্ত কোনও কিছু চূড়ান্ত নয়। এটা ঘোষণা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর কিছু কাজ থাকে। প্রার্থী বাছাই করতে হয়, মনোনয়ন বোর্ড গঠন করতে হয়। সুতরাং দিনক্ষণের ঘোষণা না হলে এগুলো করা যায় না।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এক সদস্য বলেন, বিএনপির দাবি থাকবে ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন করার। সেই অনুযায়ী রোডম্যাপ ঘোষণার বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে। তবে, সরকার আগামী বছরের শুরুতে নির্বাচন করতে চাইলেও বিএনপি আপত্তি জানাবে না। কিন্তু সেটার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে।

MMS
আরও পড়ুন