ঢাকা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

যেনতেন নির্বাচন চায় না জামায়াত: তাহের

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯:২৮ পিএম

নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই। তবে যেনতেন নির্বাচন জামায়াত চায় না।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) এই সংলাপের আয়োজন করে

তিনি বলেন, যেনতেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না- এ বিষয়টা না কিন্তু। যারা যেনতেন নির্বাচন চায়, আমরা তাদেরকেও চাই না। যেনতেন নির্বাচন যারা করেছে, আমরা তাদেরকে বিতাড়িত করেছি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠুসুন্দর নির্বাচন না হলে দেশে বিচারসংস্কার বৃথা যাবে বলেসব রাজনৈতিক দলকে ঐকমত্যে আসা উচিত এবং একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারেব্যাপারে আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে পারি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য থাকবে, যেমন আমরা ট্র্যাডিশনাল (গতানুগতিক) নির্বাচনের বিপরীতে পিআর পদ্ধতি চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে চাচ্ছি, এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের এজেন্ডা আছে। সুতরাং প্রতিটি দলের এজেন্ডায় পার্থক্য হলেই বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন চাচ্ছে না-এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে।

FJ
আরও পড়ুন