ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ এএম

দ্বিতীয়বারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ নারী দল। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ার্ম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ বলে ৭১ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। জবাবে ৫০তম ওভারের শেষ বলে উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

দিবা-রাত্রির ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ফারজানা হক পিংকি (১) আউট হয়ে যান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা ৯০ রান যোগ করেন। ৫২ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রান করে রুবাইয়া আউট হওয়ার পর সোবহানা মোস্তারিও ২ রান করে বিদায় নেন।

দ্রুতই দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা দলে গতি ফেরান নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ৩০ বলে ১টি করে চার ও ছক্কায় ২০ রান করে বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক। এরপর দলীয় ১৪৬ রানে শারমিনও বিদায় নেন। তার আগে ১০১ বলে ৭ চারে ৭১ রান করেন তিনি। এর এক ওভার পর স্বর্ণা (১৩) ফিরে গেলে ১৫৪ রানেই ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

এরপরেও বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারে সুমাইয়া খাতুন ও ফাহিমা খাতুনের ব্যাটে চড়ে। দুজনে মিলে সপ্তম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দুইশ পার করেন। ৪২ বলে ১ চারে ৩৮ রান করেন সুমাইয়া, বাউন্ডারি ছাড়াই ৩৫ বলে ২৬ রান করেন ফাহিমা। শেষ দিকে ৪ বলে ১০ রানের ক্যামিও খেলেন রাবেয়া।

বোলিংয়ে শ্রীলঙ্কার হয়ে দেওমি বিহঙ্গ, কাভিশা দিলহারি ও মালকি মাদারা ২টি করে এবং উদেশিকা প্রবধিনি ও অচিনি কুলাসুরিয়া ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত হানেন পেসার মারুফা আক্তার। ১৭ বলে ৮ রান করা লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তুকে বোল্ড করে সাজঘরে পাঠান এই ডানহাতি পেসার। আরেক ওপেনার ওপেনার হাসিনি পেরেরা ৪৪ বলে ৩৪ ও তিনে নামা হারশিতা সামারাবিক্রমা সমান বলে ২৫ রান করেন। ভষ্মি গুনারত্নে খালি হাতেই বিদায় নেন। 

৮৬ রানে ৪ উইকেট হারানো লঙ্কানদের এরপর টেনে নিয়ে যান কাভিশা দিলহারি ও নীলাক্ষিকা সিলভা। দুজনের ৯৮ রানের জুটিতে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। ৭৭ বলে ৬৩ রান করা দিলহারিকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নিশিতা আক্তার নিশি। এরপর নাহিদার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশের মেয়েরা। 

৪৯তম ওভারে ম্যাচের ১০ বল বাকি থাকতে নীলাক্ষিকা যখন নাহিদার শিকার হয়ে ৭৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৫ রান করে আউট হন, লঙ্কানদের স্কোর তখন ২৩১। জয়ের জন্য তখনও ১০ বলে ১০ রান দরকার শ্রীলঙ্কার, হাতে ২ উইকেট। কিন্তু মারুফার করা ম্যাচের শেষ ওভারের ইমেশা দুলানি রান আউট হওয়ার পর সুদন্ধিকা কুমারি আউট হলে নাটকীয় জয় পায় বাংলাদেশ। 

বোলিংয়ে নাহিদা ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা ও ফাহিমা ২টি করে এবং নিশিতা আক্তার নিশি ও রাবেয়া ১টি করে উইকেট শিকার করেন।

HN
আরও পড়ুন