ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডিপিএলের সুপার লিগ শুরু ১৭ এপ্রিল, জমবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হচ্ছে ১৭ এপ্রিল থেকে। লিগ পর্ব শেষে শীর্ষ ছয় দল নিয়ে এই পর্বে লড়াই হবে চ্যাম্পিয়ন হওয়ার। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী ও মোহামেডান-তবে সুপার লিগের অন্তত প্রথম তিন রাউন্ডে মুখোমুখি হচ্ছে না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলের লড়াই রেখে দেওয়া হয়েছে শেষের দিকে, যাতে উত্তেজনা ধরে রাখা যায় শেষ পর্যন্ত।

সুপার লিগে অংশ নিচ্ছে: আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ।

প্রথম রাউন্ডে মোহামেডান খেলবে রূপগঞ্জের বিপক্ষে, আবাহনী লড়বে অগ্রণী ব্যাংকের সঙ্গে এবং গাজী গ্রুপের প্রতিপক্ষ গুলশান ক্লাব। দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক, আবাহনী খেলবে গুলশান ক্লাবের বিপক্ষে আর গাজী গ্রুপ মুখোমুখি হবে রূপগঞ্জের। তৃতীয় রাউন্ডে মোহামেডান মাঠে নামবে গুলশানের বিপক্ষে, আবাহনী খেলবে গাজী গ্রুপের সঙ্গে এবং অগ্রণী ব্যাংক লড়বে রূপগঞ্জের বিপক্ষে।

ভেন্যু হিসেবে থাকছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ। প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

লিগ পর্ব শেষে ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে সমান ১৮ পয়েন্ট অর্জন করেছে আবাহনী ও মোহামেডান। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আছে আবাহনী (১.৪৬৮), মোহামেডানের নেট রানরেট ০.৭৭১। তৃতীয় স্থানে গাজী গ্রুপ (১৬ পয়েন্ট), চতুর্থ স্থানে গুলশান ক্লাব (১৫), এরপর অগ্রণী ব্যাংক (১৪) ও রূপগঞ্জ (১৩)।

এই ছয় দলের মধ্যে থেকে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে সুপার লিগ শেষে। অন্যদিকে, প্রাইম ব্যাংক ও ধানমন্ডি ক্রিকেট ক্লাবের মতো বড় দলগুলো এবারের সুপার লিগে জায়গা পায়নি, যা অন্যতম বড় চমক।

আরও পড়ুন