আন্তর্জাতিক ক্রিকেটে বিরতির পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। এবার প্রতিপক্ষ আফ্রিকান দল জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে স্কোয়াড। তারা আগামীকাল বুধবার রওনা দেবে সিলেটের উদ্দেশে, যেখানে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামে।
বাংলাদেশ দল ইতোমধ্যে সিলেটে শুরু করে দিয়েছে প্রস্তুতি। ১৩ এপ্রিল শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিনেই উপস্থিত ছিলেন আটজন ক্রিকেটার। পরদিন যোগ দেন বাকি সদস্যরা। কোচ ফিল সিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে চলছে অনুশীলন।
বাংলাদেশ স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
অন্যদিকে জিম্বাবুয়ে দলও এসেছে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন। দলে আরও রয়েছেন শন উইলিয়ামস, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।