ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রহমতগঞ্জকে হারিয়ে নাটকীয় জয়, ফাইনালে বসুন্ধরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

ফেডারেশন কাপে টানটান উত্তেজনার ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করে গত আসরের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং। নবীব নেওয়াজ জীবনের ডান দিক থেকে আসা ক্রসে কিংসের ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ান তিনি। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮২ মিনিটে দুর্দান্ত হেডে সমতা ফেরান কিংসের সাদ উদ্দিন।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দু’দলই গোলের জন্য চেষ্টা চালালেও প্রথমার্ধে কেউ সফল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলার এক পর্যায়ে বিরতি পড়ে রহমতগঞ্জের গোলরক্ষক বিপুর আপত্তিতে। পরিস্থিতি শান্ত হলে খেলা ফের শুরু হয়। আর সেখানেই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

ম্যাচের ১১২ মিনিটে রাকিব হোসেনের ডান দিক থেকে আসা ক্রসে হেড করেন বদলি খেলোয়াড় ইনসান, আর তাতেই জয়সূচক গোল তুলে নেয় কিংস। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে আবেগে জার্সি খুলে উদযাপন করেন ইনসান, যার ফলে তিনি হলুদ কার্ড দেখেন। তবে জয় আর ফাইনালে ওঠার আনন্দে তার কোনো আক্ষেপ ছিল না।

এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাদ উদ্দিন হন ম্যাচসেরা। যদিও শেষ মুহূর্তে রহমতগঞ্জের পক্ষে একটি সম্ভাব্য পেনাল্টি বাতিল করায় রেফারিং নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে।

সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ হাসি হেসেছে বসুন্ধরা কিংস। আগামী ২২ এপ্রিল ময়মনসিংহে ফাইনালে তারা মুখোমুখি হবে ঢাকা আবাহনীর।

আরও পড়ুন