বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশেরও বেশি পরিবার স্মার্টফোন ব্যবহার করে। অর্ধেকের বেশি পরিবার ইন্টারনেট ব্যবহার করে। ব্যক্তি পর্যায়ে দিনে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে দেশের ৭৫ ভাগের বেশি মানুষ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটির প্রয়োগ ও ব্যবহারবিষয়ক জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। ত্রৈমাসিক ভিত্তিতে পরিচালিত এ জরিপে দেশের ২ হাজার ৫৬৮টি এলাকার ৬১ হাজার ৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ প্রান্তিকে খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪ শতাংশে, যা ২০২৩ সালে ছিল ৪৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে খানায় ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে প্রায় ১০ শতাংশ। একইভাবে বছরের ব্যবধানে ব্যক্তি পর্যায়েও ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ১০ শতাংশ বেড়েছে।