ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩ জন। সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে শহরটি।
রোববার (১৩ এপ্রিল) খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ‘পাম সানডে’ উদযাপনের প্রস্তুতিকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এই হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, জনগণ যখন তাদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কিংবা রাস্তাঘাট ও গাড়িতে চলাচল করছিল, তখন শত্রুপক্ষ হামলা চালিয়েছে।
‘পাম সানডে’তে হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, এ হামলা হয়েছে পাম সানডেতে। এদিন মানুষ গির্জায় যায়। পাম সানডে হলো যীশুর জেরুজালেমে প্রবেশের দিন ও উৎসব। কেবল জঘন্য ব্যক্তিরাই এমন দিনে হামলা চালাতে পারে।