ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতির প্রস্তাব, অস্ত্র সমর্পণে নারাজ ফিলিস্তিনি গোষ্ঠী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের নামে মিশরের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে রাজী নয় গোষ্ঠীটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, আমরা মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ বলেছে যে, আমরা অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

ওই কর্মকর্তা আরও বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।

মিশর অংশ আমাদের জানিয়েছে যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি তার অবস্থানে অনড়, যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।

ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত।

JA
আরও পড়ুন