ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের সেই টিভি উপস্থাপিকাকে পুরস্কৃত করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট 

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৩০ পিএম

যুদ্ধ চলার সময় গত ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবিতে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় সেখানে লাইভ অনুষ্ঠান করছিলেন উপস্থাপিকা সাহার এমামি। ইসরায়েলি হামলার পর এ টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এরপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবার ফিরে আসে টিভি চ্যানেলটি। যেখানে তিনি খবর পরিবেশন করেন।

দেশটির এই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ ‘সিমন বলিভার’ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মাদুরো।

উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

মাদুরো বলেছেন, ইসরায়েল প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। সেখানে পশ্চিমারা এগুলো সহ্য করছে।

সূত্র: ইরান প্রেস নিউজ এজেন্সি

MMS
আরও পড়ুন