ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম

ইরানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৭৩।  

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) ইরানের দক্ষিণাঞ্চলের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূকম্পনটির অভিঘাতকে আরও বেশি তীব্র করে তোলে।

ইরানে নিয়মিত ভূমিকম্প হওয়ার পেছনে সক্রিয় ভূ-গাঠনিক অবস্থানকে দায়ী করছেন ভূবিজ্ঞানীরা। বিশ্লেষকরা বলছেন, ভূপৃষ্ঠের অগভীর উৎস থেকে উৎপন্ন ভূমিকম্পগুলো সাধারণত বেশি ক্ষতিকর হয়ে থাকে, কারণ এর কম্পন ভূমিতে দ্রুত এবং তীব্রভাবে পৌঁছায়।

উল্লেখ্য, গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ গত জুন মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। 

LH/FJ