মালয়েশিয়ায় মানবপাচার ‘ইকবাল সিন্ডিকেটের’ ২ দফায় ৭ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মানবপাচারবিরোধী এক বিশেষ অভিযানে ‘ইকবাল সিন্ডিকেট’ নামক একটি পাচারকারী চক্রের আরও দুই বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর আগে আরো পাঁচজনকে আটক করা হয়েছিল। 

গতকাল কুয়ালালামপুরের তামান মালুরি এলাকার একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই বাংলাদেশির মধ্যে ৫৬ বছর বয়সী একজন ওই ট্রানজিট হাউসের তত্ত্বাবধায়ক এবং ২৮ বছর বয়সী অন্যজন পাচার হওয়া ব্যক্তিদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান আজ এক বিবৃতিতে জানান, এই অভিযানে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা আরো পাঁচজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে যাদের বয়স ২৭ থেকে ৪৪ বছরের মধ্যে। উদ্ধারকৃত ব্যক্তিদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, তাদের কাছে মালয়েশিয়ায় প্রবেশের কোনো বৈধ সিল বা অনুমোদিত নথিপত্র নেই। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই চক্রটি মূলত কেলান্তান সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় নিয়ে আসত এবং তামান মালুরির এই ফ্ল্যাটটিকে অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহার করত।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা কুখ্যাত ‘ইকবাল সিন্ডিকেটের’ অবশিষ্টাংশ। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে মানব পাচারের মাধ্যমে প্রায় ১৫ লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সম্প্রতি কেলান্তানে অভিবাসন বিভাগের একটি সফল অভিযানে এই চক্রের প্রধান অংশটি তছনছ করে দেয়া হয়েছিল। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন ও মানব পাচার বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।