মোহনগঞ্জে ২৮টি নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চান লুৎফুজ্জামান বাবর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) পর্যন্ত দুই দিনের আনুষ্ঠানিক প্রচারণায় মোহনগঞ্জ উপজেলায় ২৮টি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

 

তিনি ১৭ বছর কারাভোগের সময় হাওরাঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি হাওরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা বলেন। 

 

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাজ করবো।’ 

 

তিনি বলেন, ‘মাদক ও জুয়া দেশের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এসবের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ 

 

এসব সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

HN
আরও পড়ুন