নাট্যকার মাসুম রেজা রচিত ও শামসুল আলম বকুলের নির্দেশনা ও প্রযোজনায় নাটক ‘নিত্যপুরাণ’ মঞ্চস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত ১৪ ও ১৫ জুন দুই দিনব্যাপী নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ‘ডায়াস্পোরা ইউএসএ ইনক’ নামে নিউইয়র্কের একটি সংস্থা বহু-প্রতীক্ষিত নাটকটি প্রদর্শন করেন।
মহাভারতের পরিচিত কাহিনী মাসুম রেজা যেভাবে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন, সেই সঙ্গে নির্দেশক শামসুল আলম বকুলের নিপুণ নির্দেশনা এবং অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের আক্ষরিক অর্থেই বিমোহিত করে রাখে।
বিশেষ করে, নাট্যকার মাসুম রেজা নিজে ছাড়াও দেশবরেণ্য অনেক নাট্যজন, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ নাটকটি উপভোগ করেন। তাদের উপস্থিতি এই আয়োজনের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে
‘নিত্যপুরাণ’ কেবল একটি নাটক ছিল না, এটি ছিল প্রবাসে বাংলা সংস্কৃতি ও নাট্যচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
‘নিত্যপুরাণ’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হীরা চৌধুরী, স্বাধীন চৌধুরী, বাবর খাদেমী, লায়লা ফারজানা, আলমা ফেরদৌসী লিয়া, সৈয়দ জাকির আহমদ রনি, রিপন সওকত রহমান, বসুনিয়া সুমন, সিফাত পলক, তাহমিনা মোস্তাফা।