মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির সর্বোচ্চ অংশীদার বাংলাদেশ

মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ ৩ হাজারের বেশি বাংলাদেশি বৈধভাবে কাজ করছেন, যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ। যা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি।

সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় ইংরেজি দৈনিক দ্য স্টার-এ প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত উঠে আসে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ী ওয়ার্ক পারমিটে মালয়েশিয়ায় কর্মরত আছেন ৮,০৩,৩৩২ জন বাংলাদেশি, যারা মূলত স্বল্পদক্ষ খাতে নিযুক্ত। করোনার পর ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হলে সে বছর ৪৯ হাজার ৩৫৩ জন এবং ২০২৩ সালে আরও ৩,৯৭,৫৪৮ জন বাংলাদেশি দেশটিতে যান। তবে এই সময়কালে বেশ কিছু চ্যালেঞ্জ-ও দেখা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ফেরত পাঠানো হয় ২০,৩৩১ জন, ২০২৩ সালে ফেরত পাঠানো হয় ২৩,০৬৫ জন বাংলাদেশিকে। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থানের দায়ে আটক হয়েছেন ৭৯০ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রাধান্য শ্রমবাজারে বাংলাদেশের জন্য একটি সুযোগ হলেও, চুক্তিভঙ্গ ও অবৈধ অবস্থানের ঘটনা শ্রমিকদের সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।