প্রবাসীরা যে পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দেবেন 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে বিশেষ অ্যাপ তৈরির কাজ শেষ করেছে ইসি, যা আগামী ১৮ নভেম্বর থেকে চালু হওয়ার কথা। খবর বিবিসি

ইসির তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করলেই সংশ্লিষ্ট ভোটারের বিদেশের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দিয়ে প্রবাসীরা আবার সেই ব্যালট ডাক বিভাগের মাধ্যমে ফেরত পাঠাবেন রিটার্নিং কর্মকর্তার কাছে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকবে বাংলাদেশ ডাক বিভাগ।

যেভাবে হবে নিবন্ধন

 

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে
আন্তর্জাতিক মোবাইল নম্বরে ওটিপি যাচাই করা হবে
এনআইডি ও নিজের ছবি আপলোড করতে হবে
ফেসিয়াল রিকগনিশনে ন্যূনতম ৭০ শতাংশ মিল থাকতে হবে
বিদেশের ঠিকানার বিস্তারিত তথ্য দিতে হবে
পাসপোর্ট তথ্য ঐচ্ছিক
অ্যাপের জিও-লোকেশন সক্রিয় থাকায় বাংলাদেশে বসে এটি ব্যবহার করা সম্ভব নয়।

কবে পাবেন ব্যালট?

নিবন্ধন শেষ হওয়ার আগেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করছে ইসি। প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রবাসী ভোটারের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট, যেখানে থাকবে সব নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দকৃত ১১৯টি প্রতীক।

তবে প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারবেন না। খামের কিউআর কোড স্ক্যান করে অ্যাপে নিজের আসনের প্রার্থীদের নাম দেখা যাবে এবং সেখান থেকেই পছন্দের প্রতীকে ভোট দিতে হবে।

কীভাবে ভোট পাঠাবেন?

ভোট দেয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। ডাকমাশুল আগেই পরিশোধিত থাকবে। ব্যালটের সঙ্গে সংযুক্ত ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর ছাড়া কোনও ব্যালট গ্রহণযোগ্য হবে না।

ইসির হিসাব অনুযায়ী, প্রতিটি প্রবাসী ভোটারের জন্য ব্যয় হবে ৭০০ টাকা।

সময়সীমা ও ভোট বাতিলের শর্ত

বাংলাদেশে নির্বাচনের দিন বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো ব্যালটই বৈধ গণ্য হবে। ৪টার পর পৌঁছালে ভোট বাতিল।

এছাড়া ভোট দেয়া প্রার্থী পরবর্তীতে বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে এবং ওই প্রার্থী পরবর্তীতে আদালতের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেও প্রবাসী ভোট গণনা হবে না

ব্যালট পাঠানো থেকে ফেরত আসা সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রবাসীরা ছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যারা

প্রবাসী ভোটার ছাড়াও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীরা ও দেশের ৭১টি কারাগারের কয়েদি ও বন্দিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু হবে।