ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পোস্টাল ব্যালটে ভোট, ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৫০ জন। দেশভিত্তিক পরিসংখ্যানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, যার সংখ্যা ১৪ হাজার ২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।’

তিনি আরও জানান, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের এ সুযোগ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের অবশ্যই বর্তমানে অবস্থান করা দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপটি নামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ব্যালট পেপার যাতে সঠিক ঠিকানায় পৌঁছায়, সেজন্য নির্ভুল ঠিকানা প্রদান করা জরুরি।

DR
আরও পড়ুন