বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসী এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এর জন্য ইতোমধ্যে প্রবাসীদের নিবন্ধনের উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির উদ্বোধন করেন। এরপর থেকেই নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে। প্রবাসীরা ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল স্টোর’-এ গিয়ে ‘Postal Vote BD’ সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। মোট সাতটি ধাপে তারা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
ইসির ঘোষণায় বলা হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) থেকে বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের ৫ দিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে। সব মিলিয়ে ১৪৩টি দেশের প্রবাসীরা ৪০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সময়সূচি:
- মধ্য এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকা: ১৯-২৩ নভেম্বর
- উত্তর আমেরিকা ও ওশেনিয়া: ২৪-২৮ নভেম্বর
- ইউরোপ: ২৯ নভেম্বর-৩ ডিসেম্বর
- সৌদি আরব: ৪-৮ ডিসেম্বর
- দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯-১৩ ডিসেম্বর
- মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া): ১৪-১৮ ডিসেম্বর
- তালিকাবহির্ভূত দেশসমূহ: ১৯-২৩ ডিসেম্বর
- দেশের অভ্যন্তরে বিশেষ তিন ধরনের ব্যক্তির নিবন্ধন: ১৯-২৩ ডিসেম্বর
যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন না, তারাও শেষ পর্যায়ে (১৯-২৩ ডিসেম্বর) নিবন্ধনের সুযোগ পাবেন।
নিবন্ধন শুরু হবে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে এবং শেষ হবে পঞ্চম দিনের রাত ১১টা ৫৯ মিনিটে।
কীভাবে নিবন্ধন করবেন
উদ্বোধনী অনুষ্ঠানে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান-
- নিবন্ধন করতে হবে প্রবাসে যে ঠিকানায় অবস্থান করছেন সেই ঠিকানা ব্যবহার করে।
- প্রবাসে ব্যবহৃত মোবাইল নম্বরই হবে ‘ইউজারনেম’।
- বাংলাদেশ থেকে বসে নিবন্ধন করা যাবে না।
- এক দেশে থেকে অন্য দেশের নামে নিবন্ধনের সুযোগ নেই।
- সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে বহুস্তরের ব্যবস্থা।
অ্যাপে ভাষা নির্বাচন থেকে শুরু করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া থাকবে। ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইনও রয়েছে। সাধারণত নিবন্ধন প্রক্রিয়া ৫-১০ মিনিটেই সম্পন্ন করা যাবে। নিবন্ধনের পর যাচাই-বাছাই শেষে ইসি অনুমোদন দেবে।
ভোট দেওয়ার নিয়ম ও সীমাবদ্ধতা
- প্রবাসে নিবন্ধন করলে দেশে এসে ভোট দেওয়া যাবে না।
- নিবন্ধিত প্রবাসী ভোটারদের আলাদা তালিকা ছাপা হবে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা একটি বড় উদ্যোগ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে ইসির মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রবাসীদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করা।