অবশেষে খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহীটিকে

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে সিংহীটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহীটির নাম ডেইজি। 

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর সিংহীটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর  অজ্ঞান হয়ে গেলে সেটিকে  ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সিংহীটি কীভাবে বেরিয়ে গেল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’ এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।