রাজধানীর মিরপুরের প্যারিস রোডে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের-১০ এর প্যারিস রোডে সিটি করপোরেশনের ৬ তলা মার্কেটটি দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দুর্গন্ধের সূত্র ধরে মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেন তারা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এখানে মরদেহ দেখে ৯৯৯-এ কল দিই। খবর পেয়ে পুলিশ আসার পর সেনাবাহিনীর জন্য অপেক্ষা করা হয়। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে, সেটা মানুষেরই মরদেহ।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান বলেন, নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদিতে। আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বের করতে সক্ষম হবো বলে আশা করছি।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের স্বজনেরা। তারা জানান, সুমন খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না।
সুমনের এক স্বজন জানান, সারারাত পরিবারে লোকজন তাকে কল করেছেন কিন্তু তিনি কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর আমরা থানায় গিয়ে জিডি করি।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটটিতে খুনের ঘটনা ঘটেছে। প্রত্যেক বছর এখানে খুনের ঘটনা ঘটে। অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি জানান স্থানীয়রা।

