পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি মামলায় গ্রেপ্তার ১

পদ্মা ব্যাংক পিএলসির মিরপুর শাখার ঋণ খেলাপি ব্যবসায়ী মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার গুলশান থানা পুলিশ। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকের মিরপুর শাখার সহযোগিতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফারুক হোসেন রাজধানীর বনানীর ‘ফটো টাচ ডিজিটাল কালার ল্যাব এন্ড স্টুডিও’-এর স্বত্বাধিকারী। ব্যাংক সূত্রে জানা গেছে, তার কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংকের বর্তমান পাওনা প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা।

তার বিরুদ্ধে পদ্মা ব্যাংক পিএলসির দায়ের করা মেট্রো দায়রা মামলা (নং-৮৩৪৩/২১) এবং সিআর মামলায় (নং-২৭৮/২০) ঢাকার ২ নম্বর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাপি ঋণ আদায়ে তাদের এই কঠোর অবস্থান ও আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।