হাদি হত্যার বিচার দাবি: আবারও শাহবাগ অবরোধ

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের কর্মী শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং প্রধান আসামি ফয়সাল করিমকে গ্রেপ্তারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৭ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলাকালীন বিশৃঙ্খলা এড়াতে তারা সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন। তারেক রহমানের জিয়ারত শেষ হওয়ার পরপরই তারা পুনরায় ‘শহীদ হাদি চত্বরে’ (শাহবাগ মোড়) ফিরে এসে রাস্তা অবরোধ করেন।

অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বাংলাদেশের আজাদি-ওসমান হাদি’, ‘ইনসাফের পতাকায়-হাদি তোমায় দেখা যায়’ এবং ‘খুনি ফয়সালের ফাঁসি চাই’ এমন সব প্রতিবাদী স্লোগানে রাজপথ উত্তাল করে রেখেছেন। তাদের স্পষ্ট দাবি, হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিকে অবিলম্বে হাজির করতে হবে। খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগে এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে ছাত্রজনতা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিচার আদায়ের এই লড়াইয়ে সারা দেশের মানুষকে সংহতি জানিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়েছে।