রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় স্বামী-স্ত্রীর কলহের জেরে তাহিয়া আক্তার মিন্নি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর বাড্ডার হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্নি দক্ষিণ খান আইয়ুব বাগ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে উত্তর বাড্ডার মিশ্রিটোলা এলাকায় মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, পারিবারিক কলহের খবর পেয়ে তারা বাড্ডার ওই বাসায় যান। সেখানে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং মিন্নিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল আউয়াল আরও অভিযোগ করেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও কলহ লেগেই থাকত। সেই অভিমান থেকেই তার মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসকের ভাষ্যমতে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বাড্ডা থানাকে অবহিত করা হয়েছে।

DR/AHA
আরও পড়ুন