তিন মোড়ে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ: স্থবির ঢাকা

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারি এবং উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ তিন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন তারা। এতে ওইসব এলাকায় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষা সিন্ডিকেট বন্ধ করো’, ‘অধ্যাদেশ জারি করো’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

ঢাকা কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনা) অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া প্রকাশ করে। পরবর্তীতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর এটি হালনাগাদ করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও অধ্যাদেশ জারি ও ভিসি নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আবারও রাজপথে নামলেন।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ডাক দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।