ঢাকার আকাশে আংশিক মেঘলার আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে, যা জনজীবনে কিছুটা স্বস্তি বয়ে আনবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের বেলা উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাই দূরপাল্লার যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সামগ্রিকভাবে, শীতের আমেজ থাকলেও দিনের বেলা রোদের কারণে তীব্র শীত অনুভূত হবে না, তবে শেষ রাত ও ভোরে কুয়াশার দাপট বজায় থাকবে।