আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি আসনে এবার মোট ভোটারের সংখ্যা ৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন। বিশাল এই ভোটার বাহিনীর মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও একটি আসনে নারী ভোটাররা সংখ্যাগরিষ্ঠ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকার ২০টি আসনে মোট পুরুষ ভোটার ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন এবং নারী ভোটার ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন। এ ছাড়া এই ২০টি আসনে হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১৪ জন।
ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে বড় ঢাকা-১৯ (সাভার) আসন। এই আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ঢাকা-২০ (ধামরাই) আসনে। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৯টিতেই পুরুষের সংখ্যা বেশি থাকলেও কেবল ঢাকা-২০ আসনে নারী ভোটাররা এগিয়ে। এই আসনে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে নারী ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন, আর পুরুষ ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন।
২০টি আসনের বিস্তারিত ভোটার চিত্র:
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ): মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন (পুরুষ ২,৭৬,০৫০; নারী ২,৬৯,০৮৫; তৃতীয় লিঙ্গ ৫)।
ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার-কামরাঙ্গীরচর): মোট ৪ লাখ ১৯ হাজার ২১৫ ভোটার (পুরুষ ২,১৭,৯০৮; নারী ২,০১,২৯৮; তৃতীয় লিঙ্গ ৯)।
ঢাকা-৩ (কেরানীগঞ্জ): ভোটার ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন (পুরুষ ১,৮৪,৯৭১; নারী ১,৭৭,১৮৪; তৃতীয় লিঙ্গ ৪)।
ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী): ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন (পুরুষ ১,৮৬,৪৬৭; নারী ১,৭৬,০৩৪; তৃতীয় লিঙ্গ ৫)।
ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী): ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন ভোটার (পুরুষ ২,১৪,৫৯৪; নারী ২,০৫,৩৯৭; তৃতীয় লিঙ্গ ৫)।
ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি): ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮২ জন (পুরুষ ১,৫২,৫১৯; নারী ১,৩৯,৭৬১; তৃতীয় লিঙ্গ ৩)।
ঢাকা-৭ (লালবাগ-চকবাজার): ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৬ জন (পুরুষ ২,৪৮,৪৮১; নারী ২,৩০,৮৮৩; তৃতীয় লিঙ্গ ১২)।
ঢাকা-৮ (রমনা-মতিঝিল): ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন (পুরুষ ১,৫২,৭৯৫; নারী ১,২২,৬৭৫; তৃতীয় লিঙ্গ ১)।
ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ): ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ ভোটার (পুরুষ ২,৩৭,৬৭৩; নারী ২,৩১,৬৮২; তৃতীয় লিঙ্গ ৫)।
ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান): ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ ভোটার (পুরুষ ২,০৪,৬০৪; নারী ১,৮৪,০৫০; তৃতীয় লিঙ্গ ৬)।
ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা): ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন (পুরুষ ২,২২,৮৭৭; নারী ২,১৬,১৯৮; তৃতীয় লিঙ্গ ৩)।
ঢাকা-১২ (তেজগাঁও-রমনা): ৩ লাখ ৩৩ হাজার ৩২০ ভোটার (পুরুষ ১,৭৪,৩৪৯; নারী ১,৫৮,৯৬৮; তৃতীয় লিঙ্গ ৩)।
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর): ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন (পুরুষ ২,০৯,৮১২; নারী ১,৯৮,৯৭১; তৃতীয় লিঙ্গ ৮)।
ঢাকা-১৪ (মিরপুর-শাহআলী): ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন ভোটার (পুরুষ ২,৩২,০৬৬; নারী ২,২৩,৯৭৪; তৃতীয় লিঙ্গ ৪)।
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল): ভোটার ৩ লাখ ৫১ হাজার৭১৮ জন (পুরুষ ১,৭৯,৬১৬; নারী ১,৭২,০৯৮; তৃতীয় লিঙ্গ ৪)।
ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর): ভোটার ৪ লাখ ৪৯৯ জন (পুরুষ ২,০১,১৬৮; নারী ১,৯৯,৩২৩; তৃতীয় লিঙ্গ ৮)।
ঢাকা-১৭ (গুলশান-বনানী): ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন (পুরুষ ১,৭৪,৭০৯; নারী ১,৫৯,০৬০; তৃতীয় লিঙ্গ ৮)।
ঢাকা-১৮ (উত্তরা-তুরাগ): ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন (পুরুষ ৩,১৩,০৫০; নারী ৩,০০,৮২৭; তৃতীয় লিঙ্গ ৬)।
ঢাকা-১৯ (সাভার): ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন (পুরুষ ৩,৭৯,৯০৬; নারী ৩, host৬৭,১৫১; তৃতীয় লিঙ্গ ১৩)।
ঢাকা-২০ (ধামরাই): ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন (পুরুষ ১,৮৭,৮৩৫; নারী ১,৮৮,৮০২; তৃতীয় লিঙ্গ ২)।
আসন্ন নির্বাচনে এই বিশাল ভোটার সংখ্যার রায়ই নির্ধারণ করবে রাজধানীর ২০টি আসনের জনপ্রতিনিধিদের ভাগ্য। বিশেষ করে নতুন ভোটার এবং নারী ভোটারদের ভূমিকা জয়-পরাজয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।