মহাখালীর সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর চেয়ারম্যানবাড়ী এলাকায় একটি পাঁচতলা ভবনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মহাখালীর চেয়ারম্যানবাড়ী এলাকার পাঁচতলা ওই আবাসিক ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চেয়ারম্যানবাড়ী এলাকার ওই ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সেখানে হঠাৎ আগুন লাগে।

খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। যানজট অতিক্রম করে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

কর্কশিট ও হার্ডবোর্ড দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দ্রুত সংবাদ পাওয়ায় এবং তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করায় আগুন ভবনের অন্য তলাগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কর্কশিট ও হার্ডবোর্ড পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।