মহাখালীতে আবাসিক ভবনে আগুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকার ৭ তলা ওই আবাসিক ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এছাড়াও আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে

AHA
আরও পড়ুন