রাজধানীর বেইলি রোডে চারটি রেস্তোরাঁ ও একটি শপিংমলের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজউক অভিযান চালিয়ে ৪টি রেস্টুরেন্ট সিলগালা করে দেয়। অভিযান শেষ হয় বিকেল ৩টায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে রাজউকের একটি দল এই অভিযান পরিচালনা করে। তিনি বলেন, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নবাবী ভোজ রেস্টুরেন্ট, সুলতান'স ডাইন, রোস্টার ক্যাফে এবং পিজ্জা মাস্টান রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হলে তারা সরবরাহ করতে না পারায় এটি সিলগালা করা হয়েছে।
গত ২৯ ফেব্বৃরুয়ারি রাতে বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় ৪৬ জন নিহত হয়। আহত হয় অনেকে। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।